গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৫২৮৭৯, মৃত ৮৩৯

নয়াদিল্লি: দেড় লক্ষ ছাড়িয়ে গেল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৫২,৮৭৯ জন। মৃত্যু হয়েছে ৮৩৯ জনের। সুস্থ হয়েছেন ৯০,৫৮৪ জন। করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৬১,৪৫৬।

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৩৩,৫৮,৮০৫। মৃত্যু হয়েছে ১,৬৯,২৭৫ জনের। সুস্থ হয়েছেন ১,২০,৮১,৪৪৩ জন। অ্যাকটিভ কেস রয়েছে ১১,০৮,০৮৭। দেশে ক্রমশ ঊর্ধ্বমুখী দৈনিক করোনা সংক্রমণ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে অষ্টম স্থানে। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬,১০,৪৯৮। মৃত্যু হয়েছে ১০,৩৯০ জনের। সুস্থ হয়েছেন ৫,৭৮,৭৪২ জন। অর্থাৎ, রাজ্যে এখনও পর্যন্ত করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ২১,৩৬৬।

দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩,৪৩,৯৫১। মৃত্যু হয়েছে ৫৭,৬৩৮ জনের। সুস্থ হয়েছেন ২৭,৪৮,১৫৩। অ্যাকটিভ কেস রয়েছে ৫,৩৮,১৬০। মহারাষ্ট্রের পর রয়েছে কেরল। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১,৬০,২০৪। মৃত্যু হয়েছে ৪,৭৬৭ জনের। সুস্থ হয়েছেন ১১,১৫,৩৪২ জন। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৪০,০৯৫।

কর্ণাটকে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০,৫৫,০৪০। মৃত্যু হয়েছে ১২,৮৪৯ জনের। সুস্থ হয়েছেন ৯,৮০,৫১৯ জন। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৬১,৬৭২। তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯,২৬,৮১৬। মৃত্যু হয়েছে ১২,৮৮৬ জনের। সুস্থ হয়েছেন ৮,৭৬,২৫৭ জন। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৩৭,৬৭৩।

About The Author