কলকাতা: রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হলেন ২ হাজার ৫৮ জন। একদিনেই মৃত্যু হয়েছে ৭ জনের। এ পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা ১০ হাজার ৩৫৫। আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৯৭ হাজার ৬৩৪। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২২ জন। গত ২৪ ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে ৩ জনের। উত্তর ২৪ পরগনা ও হুগলিতে মারা গিয়েছেন ১ জন করে। মালদা ও মুর্শিদাবাদে একজন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
রাজ্যের করোনা পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমিত কলকাতায়। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতা ও উত্তর ২৪ পরগনার পরে সংক্রমণের হারে তৃতীয় স্থানে হাওড়া। নির্বাচনি প্রচারে করোনা নিয়ে স্বাস্থ্যবিধি মানছেন না কেউই। মঞ্চে থাকা নেতাই হোক বা উপস্থিত কর্মী-সমর্থকরা। ফলে করোনার সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। এখনই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ২ মে ভোট গণনার পর থেকে করোনা সংক্রমণ আরও ঊর্ধ্বমুখী হবে বলে মনে করছে স্বাস্থ্য দপ্তর।