বিস্ফোরণ নিয়ে কালীঘাটের বাড়িতে দুই পুলিশ প্রধানকে নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক

দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় কালীঘাটের বাড়িতে দুই পুলিশ প্রধানকে নিয়ে বিশেষ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার সকালে দত্তপুকুরের বাজি কারখানার বিস্ফোরণের ঘটনার পর সন্ধ্যায় রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকে জরুরি তলব করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা।কলকাতার কাছেই দত্তপুকুর। সেখানকার বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত সাত জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই পরিস্থিতি রবিবার সন্ধে ৬টা নাগাদ মুখ্যমন্ত্রীর তলব পেয়ে তাঁর কালীঘাটের বাড়িতে হাজির হন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালবীয় এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েল। দু’জনের সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর। প্রায় দেড় ঘণ্টা পরে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বের হন ডিজি এবং কমিশনার। তবে কী নিয়ে কথা হয়েছে, সে ব্যাপারে কেউই কোনও কথা বলেননি। তৃণমূলের তরফেও এ ব্যাপারে আলাদা করে কিছু জানানো হয়নি।

এদিকে, রবিবার রাতেই রাজ্যপাল সিভি আনন্দ বোস পৌঁছে গেলেন দত্তপুকুরের বিস্ফোরণ স্থলে। সেখানে আহতদের দেখার পরে বললেন, ‘নিছক দুর্ঘটনা নয়। এটি একটি বড় ঘটনা। পুলিশ পদক্ষেপ করবে।’

About The Author