‘হয় কাজ করতে দিন, না হলে আমাকে গুলি করুন, মাথা কেটে নিন’: মুখ্যমন্ত্রী

কলকাতা: একদিকে করোনা, অন্যদিকে আমফান। একসঙ্গে দুটোরই মোকাবিলা করতে হচ্ছে পশ্চিমবঙ্গকে। মানুষকেও ধৈর্য্য ধরতে হবে। সাংবাদিক বৈঠক থেকে রাজ্যবাসীকে এই বার্তা-ই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘সুন্দরবনে মানুষ না খেয়ে দিন-রাত কাটাচ্ছেন, দেখে এলাম। তাঁরা তো অধৈর্য হচ্ছেন না। তাহলে আপনারা কেন ধৈর্য ধরছেন না? আমরা সাধ্যমতো কাজ করছি। আমি ও আমার টিম কেউ ৩ দিন ঘুমাইনি। দিন-রাত এক করে কাজ করছি। সব দলকে বলব, কিছুদিনের জন্য ক্ষান্ত হন। কাজ করতে দিন। পছন্দ না হলে আমাকে গুলি করুন। নইলে আমার মাথা কেটে নিন।’ প্রসঙ্গত, আজ সারাদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের আমফান কবলিত এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখতে শুরু করে সাধারণ মানুষ। পরে নবান্নে বৈঠক শেষে সিইএসসি দপ্তর ভিক্টোরিয়া হাউসে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন সিইএসসি কর্তাদের সঙ্গে। অনুরোধ করেন দ্রুত পরিষেবা স্বাভাবিক করার।

About The Author