অবশেষে চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান-৩

অবশেষে চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল ইসরোর তৈরি চন্দ্রযান-৩। শনিবার সন্ধ্যায় চন্দ্রযান-৩ নির্বিঘ্নেই চাঁদের কক্ষপথে প্রবেশ করে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডে‌লে জানানো হয়, চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে ঢুকে পড়েছে চন্দ্রযান। চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছে সেটি। এবার ধীরে ধীরে চাঁদের মাটিতে এগোনোর পালা। চাঁদের চারদিকে পাক খেতে খেতে ক্রমশ গতি কমাবে চন্দ্রযান-৩। ধীরে ধীরে গন্তব্যের দিকে এগোবে চন্দ্রযান-৩। তারপর চন্দ্রাভিযানের সম্ভবত সবচেয়ে কঠিন পর্বটি অপেক্ষা করে আছে ইসরোর জন্য। ২৩ অগস্ট সন্ধ্যা ৫টা ৪৭ মিনিট নাগাদ সফট ল্যান্ডিং করার কথা ল্যান্ডার বিক্রমের। চার বছর আগে ঠিক ওই পর্যায়ে এসে ব্যর্থ হয়েছিল ইসরোর ‘চন্দ্রযান-২’। তাই এবারের প্রচেষ্টার দিকে নজর রয়েছে গোটা দুনিয়ার।

গত ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে সফল উৎক্ষেপণ হয়েছিল ‘চন্দ্রযান-৩’-এর। যাত্রা শুরুর ২২ দিন পর চাঁদের কক্ষপথে প্রবেশ করল ইসরোর চন্দ্রযান-৩।

About The Author