রাজগঞ্জে ঢুকে পড়ল কেন্দ্রীয় বাহিনী। পুলিশের সঙ্গে রুট মার্চে সামিল হলেন প্যারা মিলিটারি ফোর্সের বন্দুকধারী জওয়ানেরা। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে গ্রামের রাস্তায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ দেখে অনেকটাই আশ্বস্ত বলে জানালেন এলাকার মানুষ।
রবিবার বিকেলে রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের কাঞ্চনসিড়ি এলাকায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুট মার্চ সারা হল। সেই সঙ্গে রাজগঞ্জ পুলিশের কর্তারা ছিলেন। স্থানীয়রা বলছেন, রাজ্যে বর্তমানে যা পরিস্থিতি তাতে করে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা প্রয়োজন। এদিন রুট মার্চে যথারীতি স্থানীয়দের সঙ্গে কথা বললেন রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার। এলাকায় কোনওরকম রাজনৈতিক অশান্তির আভাস বা ভয়ের কারণ ঘটলে পুলিশে খবর দিতে বললেন তিনি। কাঞ্চনসিড়িতে রুট মার্চ সেরে রাজগঞ্জের শিকারপুর অঞ্চলে যাবেন কর্তারা। সেখানেও স্থানীয়দের অভয় দিতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ করা হবে।