৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস-অটো, বিধিনিষেধ ১৫ জুলাই পর্যন্ত

রাজ্যে এবার সরকারি বেসরকারি বাস চলাচল করবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। তবে, ৫০ শতাংশ গ্রাহক নিয়ে চলবে বাস। বিধিনিষেধ শিথিল করে ১৫ জুলাই পর্যন্ত বাকি লকডাউন। ওইদিন পর্যন্ত লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা বন্ধই থাকবে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সবজি বাজার, মাছের বাজার খোলা থাকবে। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেলুন, পার্লার খুলতে পারে। ৫০ শতাংশ গ্রাহক নিয়ে দিনে খোলা যাবে পার্লার। ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে জিম। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বার হওয়া যাবে না। বিয়ে বাড়িতে ৫০ জন পর্যন্ত অতিথি জমায়েতে অনুমতি দেওয়া হবে।

(বিস্তারিত আসছে)

About The Author