প্রকাশিত হল এবারের প্রাথমিক টেটের ফলাফল। রাজ্যে প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের ইনা সিং। বাবা দেবাশিস সিং অসুস্থ। সংসারে একমাত্র উপার্জনকারী বলতে ইনা’ই।
টিউশনি পড়িয়েই রাজ্যে টেটে প্রথম পূর্ব বর্ধমানের ইনা সিং (৩০)। ইংরেজিতে অনার্স নিয়ে পড়েছে ইনা। বছর তিরিশের এই তরুণী কেন্দ্রীয় সরকারের অধীনস্ত টেট-এও ভালো ফল করেছেন৷ তবে পাখির চোখ ছিল রাজ্যের টেট৷ সেই পরীক্ষায় প্রথম হয়ে স্বভাবতই আপ্লুত তিনি৷ প্রথমটায় বিশ্বাসই হয়নি খবর শুনে; রাজ্যে প্রথম হয়ে যাবেন, তা কল্পনাও করতে পারেননি ইনা সিংহ৷
ইনার স্বপ্ন ডব্লিউবিসিএস অফিসার হওয়া৷ বাবা-মায়ের একমাত্র সন্তান ইনা সংসারের দিকে তাকিয়েই এর আগে প্রাইভেট টিউশনির পাশাপাশি বেসরকারি সংস্থায় ছোটখাটো চাকরি করেছেন৷ তবে টেট-এর প্রস্তুতির জন্য সেসব ছেড়ে পড়াশোনাতেই মন দিয়েছিলেন৷ কোনও কোচিং সেন্টারে পরীক্ষার প্রস্তুতি নেননি৷ নিজেই পড়াশোনা করেছেন৷ দিনে দশ থেকে বারো ঘণ্টা পড়তেন ইনা৷ তার সুফলও পেলেন হাতেনাতে৷
প্রসঙ্গত, রাজ্যের প্রাথমিক টেটে প্রথম দশে আছেন মোট ১৭৭ জন। প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন জেলার পরীক্ষার্থীরাই। ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থী এবার টেট দিয়েছেন। এরমধ্যে পাশ করেছেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন।