ব্রাজিলকে হারিয়েও শেষ ষোলোয় উঠতে পারল না ক্যামেরুন। তবে ফুটবল অনুরাগীদের মন জিতে নিয়েছে তাঁরা। এই প্রথম আফ্রিকার কোনও দলের কাছে হার মানল ব্রাজিল। এদিকে, ম্যাচে একের পর এক সুযোগ নষ্টের খেসারত দিল ব্রাজিল। ৯২ মিনিটের ম্যাচে ১-০ গোলে ব্রাজিলকে হারিয়ে দিল ক্যামেরুন। যদিও ইতিপূর্বেই শেষ ষোলোয় উঠে গিয়েছে ব্রাজিল।
Group stage complete ✅
It's a straight road to the #Qatar2022 Final for these 16 teams!#FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) December 2, 2022
ম্যাচের শুরু থেকেই যদিও দাপট দেখাতে শুরু করেছিল ব্রাজিল। ম্যাচের ১১ মিনিটে বাদিক থেকে আক্রমণে ওঠে তাঁরা। তবে গ্যাব্রিয়েল অ্যান্টোনির বাড়ানো বল ধরতে ব্যর্থ হয় জেসুস। ম্যাচের ১৪ মিনিটে বাঁদিক থেকে ক্রস করেন জেসুস। লাফিয়ে উঠে হেড করেন মার্টিনেলি। তবে দলকে রক্ষা করেন ক্যামেরুনের গোলরক্ষক ডেভিস এপাসি। ম্যাচের ১৬ মিনিটে কর্নার পায় ব্রাজিল। তবে সেই কর্নার থেকে সুবিধা করতে পারেনি তারা। ম্যাচের ২২ মিনিটে ডান দিক থেকে ক্রস করেন ফ্যাবিনহো। সেখান থেকে বল পেয়ে শট করেন ফ্রেড। তবে তা ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়।
ম্যাচের ২৮ মিনিটে মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে যায় রদ্রিগো। তবে বক্সের বাইরে ফাউলের শিকার হয় রদ্রিগো। সেখান থেকে ফ্রি কিক পেলেও কাজে লাগাতে পারেনি। ম্যাচের ৩১ মিনিটে একক প্রচেষ্টায় বল নিয়ে গেলে ফাউলের শিকার হয় রদ্রিগো। ম্যাচের ৪১ মিনিটে আক্রমণে যায় ক্যামেরুন। তবে তা রুখে দেন ডিফেন্ডার ব্রেমার। গোলশূন্য থেকে প্রথমার্ধ শেষ করে দু’দল। দ্বিতীয়ার্ধে প্রথম আক্রমণে যায় ক্যামেরুন। ম্যাচের ৪৭ মিনিটে কর্নার পায় তারা।
🇨🇲 Cameroon v 🇧🇷 Brazil did not let us down with the drama 🔥
See highlights on FIFA+
— FIFA World Cup (@FIFAWorldCup) December 2, 2022
ম্যাচের ৫১ মিনিটে বক্সের ভেতর থেকে শট করেন ভিনসেন্ট আবুবকর। তবে তা চলে যায় পোস্টের সামান্য বাই দিয়ে। ম্যাচের ৫৩ মিনিটে সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি ব্রাজিল। ম্যাচের ৫৬ মিনিটে কাউন্টার মার্টিনেলির শট রক্ষা করেন ডেভিস এপাসি। কর্নার থেকে বল পেয়ে ম্যাচের ৫৮ মিনিটে অ্যান্টোনির নেওয়া শটে আবারও অসাধারণ সেভ করেন ডেভিস এপাসি। এই পর্যন্ত ম্যাচে মোট ৬ টি সেভ করেন তিনি। ম্যাচের ৬৭ মিনিটে ব্রাজিল আক্রমণে গেলেও তা ভোতা করে দেন করে দেন এঞ্জো এবোসি।
ম্যাচের ৭১ মিনিটে ব্রাজিল আবারও অ্যাটাকে গেলেও ফিনিশিংয়ের অভাবে লাভ হয়নি। ম্যাচের ৭৮ মিনিটে গোলে শট করেন ক্যামেরুনের অলিভিয়ার এনটিচ্যাম। তবে তা রুখে দেন ব্রাজিলের গোলরক্ষক এডারসন। এরপরও বেশ কিছু আক্রমণ করে ব্রাজিল। তবে গোলের মুখ খুলতে পারিনি তারা। ম্যাচের অতিরিক্ত মিনিটে গোলের দেখা পায় ক্যামেরুন। দূর থেকে বাড়ানো বলে হেড করে বল জালে জড়ান ভিনসেন্ট আবুবকর। তার গোলে ম্যাচে প্রথম লিড পায় ক্যামেরুন। শেষ পর্যন্ত ক্যামেরুনের কাছে এক ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে ব্রাজিল।