বয়কট মালদ্বিপ! সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই দুটি শব্দ। ভারত বিরোধী মালদিভ সরকারকে চরম শায়েস্তা করতে এবার মালদিভ বয়কট করার হিড়িক পড়ল ভারতীয়দের মধ্যে। গত কয়েক ঘণ্টার মধ্যে ঝড়ের গতিতে মালদিভের বুকিং ক্যানসেল করার ঝড় উঠেছে। ঘটনা কি?
দু’দিন আগে ভারতের অংশ লক্ষদীপে গিয়ে ছবি ছেড়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই ছবি দেখে কুকথা শুনিয়েছিলেন মালদ্বিপের কয়েকজন মন্ত্রী। ভারত বিরোধী মালদ্বিপ সরকারের সেই মন্তব্য ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে। যা দেখে রীতিমত ক্ষোভে ফুসছে নেটিজেনরা। কারণ দ্বিপরাষ্ট্রটিতে সবথেকে বেশি বেড়াতে যান ভারতীয়রাই। ভারতের থেকে উপার্জন করে ভারতকেই চাপে ফেলতে চাওয়া? তাই মালদিভকে শায়েস্তা করতে এবার নতুন পন্থা প্রয়োগ করা হচ্ছে।
প্রসঙ্গত, মালদ্বিপের নতুন সরকার শুরু থেকেই ভারত বিরোধী। সম্প্রতি তারা চিনেও গিয়েছে। সেই আবহে মালদ্বিপ ছেড়ে লক্ষদ্বিপে পর্যটক টানার নয়া রণনীতি প্রয়োগ করেছেন মোদী।
এই ঘটনায় তীব্র চাপে পড়তেই বিতর্কিত মন্তব্যকারী মন্ত্রীদের সরিয়ে দিয়েছে মালদ্বিপ সরকার। তবে তাতে চিড়ে ভেজার নয়, জানিয়ে দিয়েছেন ভারতীয়রা। ভারতের সেলিব্রিটিরা মাঝে মধ্যেই মালদিভ বেড়াতে যান, তাঁদের মধ্যে অক্ষয় কুমার মালদিভ বয় কটে সামিল হয়েছেন।