Rajganj: ঘাসফুলে যোগ BJP-র পঞ্চায়েত সদস্যের

ভোট ঘোষণার আগে বিজেপি ছেড়ে তৃণমূলে গেলেন এক পঞ্চায়েত সদস্য। তাঁর সঙ্গে এলাকার বেশ কয়েকজন অন্য দলের কর্মীরা তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। রাজগঞ্জ ব্লকের সুখানি অঞ্চলের তোতাইগছ গ্রামের বর্তমান পঞ্চায়েত সদস্য হরসুন্দর রায়, বিজেপি’র সমর্থন পেয়ে ভোটে জিতেছিলেন। ভোট ঘোষণার মুখেই দলবদল নিয়ে জল্পনা। এই নিয়ে অবশ্য পঞ্চায়েত সদস্যের বক্তব্য, উন্নয়নের কাজে সামিল হতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম। 

শনিবার রাজগঞ্জ বাজারে বিধায়ক জনসংযোগ কার্যালয়ের পাশে সুখানি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলের যোগদান কর্মসূচি ছিল। সেখানেই বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে যোগদান করেন বিজেপির এক পঞ্চায়েত সদস্য সহ অন্য দলের বেশ কয়েকজন কর্মী সমর্থক। এই বিষয়ে বিধায়ক বলেন, পঞ্চায়েত ভোটের আগে বিজেপির এক পঞ্চায়েত সদস্য এবং তাঁর গ্রামের কয়েকজন অন্য দলের কর্মী তৃণমূলে যোগদান করায় আমাদের শক্তি বাড়ল।

এব্যাপারে বিজেপির রাজগঞ্জ মন্ডল-২-এর সভাপতি সুশান্ত রায়ের বক্তব্য, ‘জমিগত ঝামেলা মেটাতে এবং নিজের কিছু ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্যই ভোটের মুখে দলবদল করেছেন হরসুন্দর।’ অন্যদিকে তৃণমূল যোগ দিয়ে হরসুন্দর রায় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নেকে দেখে অনুপ্রানিত। উন্নয়নের কাজে সামিল হতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম।’

এদিনের যোগদান কর্মসূচিতে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ছাড়াও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, যুব সভাপতি তুষারকান্তি দত্ত, সুখানি অঞ্চল তৃণমূলের যুব সভাপতি ফরজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

About The Author