রাজ্যে সবুজ ঝড়েও অক্ষত নন্দীগ্রাম। সেখানে জয় পেয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। অথচ কাঁথি শহরে তাঁর বাড়ির বুথেই লিড দিতে পারেনি বিজেপি। সেখানে লিড দিয়েছে তৃণমূল। এমনটাই বলছে নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য।
কাঁথি শহরে অধিকারী বাড়ির বুথে জিতেছে তৃণমূল। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য বলছে, অধিকারী পরিবার যে বুথে ভোট দেয়, সেখানে গেরুয়া শিবিরকে ৫৪টি ভোটে টেক্কা দিয়েছে তৃণমল! রবিবার ভোটের ফলাফল প্রকাশের পর বিষয়টি সামনে আসায় ‘অধিকারী গড়ে’র সুরক্ষা নিয়ে কটাক্ষ করছে তৃণমূল। কাঁথি শহরের তৃনমূল নেতা সিদ্ধার্থ মাইতি বলেন, ‘ভোটের আগে শুভেন্দু অধিকারী ও শিশির অধিকারী অনেক বড় বড় ডায়লগ দিয়েছিলেন, অথচ শিশিরবাবু নিজের বুথেই পদ্মফুল ফোটাতে ব্যর্থ হয়েছেন৷’ তিনি আরও বলেন, ‘যারা নিজেদের বুথেই পদ্ম ফোটাতে পারেননি তাঁরা সারা রাজ্যে পদ্ম ফোটাবেন কি করে?’
কাঁথি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ৮৩ নম্বর বুথে গত কয়েক বছর ধরে ভোট দিয়ে আসছেন অধিকারী বাড়ির সদস্যরা। ১৫ নম্বর ওয়ার্ডের মোট চারটি বুথ (৮৩, ৮৩এ, ১১৪, ১১৪এ) রয়েছে। ৮৩ নম্বর বুথে বিজেপি পেয়েছে ২১১টি এবং তৃণমূল পেয়েছে ২৬৫টি ভোট। অর্থাৎ ওই বুথে তৃণমূল বিজেপির থেকে ৫৪টি ভোটে এগিয়ে। অন্য তিনটি বুথে অবশ্য বিজেপি টেক্কা দিয়েছে তৃণমূলকে। উল্লেখ্য, কাঁথি পুরসভায় ১৫টিতে এগিয়ে বিজেপি। বাকি ছ’টিতে তৃণমূল এগিয়ে।