একুশের ভোটে এপর্যন্ত গত পাঁচ দফা ভোটে মোট ১৮০টি আসনের মধ্যে ১২২টি আসন পেতে চলেছে বিজেপি। রবিবার জামালপুরে নির্বাচনী জনসভা থেকে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জোর গলায় বলেন, নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারবেন না। সেখান থেকে জিতবেন শুভেন্দু অধিকারী’ই। এবার বাংলায় সরকার গড়তে চলেছে বিজেপি। একুশের ভোটে দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে বিজেপি ক্ষমতায় আসবে বলেও তাঁর দাবি।
পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, বাংলায় গত পাঁচ দফা ভোটে তৃণমূলের গুন্ডা-বাহিনী কিছুই করতে পারেনি, তাই হাল ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার জামালপুরের সভা থেকে তিনি আরও একবার আশ্বাস দেন, ক্ষমতায় এলে রাজ্যে সোনার বাংলা হবে; বাংলায় নতুন মডেল তৈরি করা হবে। বাংলায় বিজেপি এলে ক্ষমতার জোর নয়, উন্নয়নের জোর দেখানো হবে।