আবারও খেই হারালেন ‘বুড়ো’ বাইডেন, ভুলে গেলেন মোদী’কেই

আবারও খেয়াল হারালেন মার্কিন প্রেসিডেন্ট। পেছনেই বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অথচ পরবর্তী বক্তা হিসেবে ভারতের প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করতে গিয়ে খেই হারালেন আমেরিকার অশিতিপর প্রেসিডেন্ট জো বাইডেন। শেষমেশ বাইডেনকে সাহায্য করতে এগিয়ে এলেন অনুষ্ঠানের সঞ্চালক। সাময়িক বিহ্বলতা নিয়ে মোদীর নাম ঘোষণা করেন আমেরিকার অশীতিপর প্রেসিডেন্ট। হাসিমুখে বাইডেনের সঙ্গে করমর্দন করে বক্তৃতা শুরু করেন মোদী।

তিন দিনের সফরে শনিবার আমেরিকায় গিয়েছেন মোদী। রবিবার চতুর্দেশীয় অক্ষ ‘কোয়াডের’ একটি অনুষ্ঠানে বাইডেন এবং মোদী ছাড়াও যোগ দিয়েছিলেন জাপান এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। বক্তাদের তালিকায় বাইডেনের পরেই ছিল মোদীর নাম। প্রথা অনুযায়ী দর্শকের সামনে পরবর্তী বক্তার নাম এবং তাঁর পরিচয় জানানোর কথা; কিন্তু নিজের বক্তব্যের শেষে মঞ্চে কাকে ডাকতে হবে, তা’ই ভুলে গেলেন বাইডেন।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিহ্বল চোখে দর্শকদের দিকে তাকিয়ে বাইডেন প্রশ্ন করছেন, ‘এরপর আমি কার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব? এরপর কে?’ তারপরই খেই হারান বাইডেন। অসহায় প্রেসিডেন্টকে সাহায্য করতে এগিয়ে আসেন অনুষ্ঠানের সঞ্চালক। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে হাসাহাসি শুরু।

About The Author