‘ইসবার বিজেপি দোশো পার’, বাংলার নির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী রাজ্য বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, ২০০-র বেশি আসন জয় এখন শুধু সময়ের অপেক্ষা। তৃণমূলকে সরিয়ে রাজ্যে আসল পরিবর্তন হচ্ছেই। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরাই ক্ষমতায় আসছি। ২০০ আসনের আশপাশেই আমরা জিতব। এর মাঝে কোনও গল্প নেই। সেই লক্ষ্যেই তৈরি হচ্ছি আমরা। ভোটের ফলাফল কী হতে পারে এই সংক্রান্ত কোনও রিপোর্ট দিলীপবাবুরা পাঠাননি দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। বরং সরকার গঠন করার বিষয় নিয়ে তাঁদের সঙ্গে মাঝেমধ্যে কথা হচ্ছে বলে তিনি জানান।
তবে বাংলার নির্বাচনের ফল নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এখনও মুখ খোলেনি। বাংলার ভোটের ফল নিয়ে কোনও মন্তব্য করেননি মোদি-শা। এমনকি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও এবিষয়ে নিরব। স্বভাবতই প্রশ্ন উঠেছে, তাহলে কি দলের কেন্দ্রীয় নেতত্বের আত্মবিশ্বাসে কোনও চিড় ধরেছে? রাজ্য নেতৃত্ব অবশ্য তা মানতে নারাজ।
এদিকে, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধায়। শুক্রবার দুপুরে দলের নেতা, প্রার্থী, সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। তাঁর বার্তা, যে যাই বলুক না কেন, বাংলায় তৃণমূলই আবার ক্ষমতায় ফিরবে। আর সেটাও দুই-তৃতীয়াংশ আসন নিয়ে। তিনি বলেন, বাংলার মানুষ দলে দলে গিয়ে তৃণমূলকেই ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য ভোট দিয়েছেন। বাংলায় তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে তৃণমূলই।