ট্রাস্টের জমি ব্যক্তিগত অধিগ্রহনের অভিযোগ। সেখানে খারাপ কাজের আশঙ্কায় জমি অধিগ্রহণ আটকানোর দাবিতে বিএলআরও অফিসে স্মারকলিপি দিলেন এলাকাবাসীরা। জলপাইগুড়ি জেলার বেলাকোবার স্টেশন কলোনি এলাকার ঘটনা।
এলাকায় প্রায় ২৫ বছর ধরে ফাঁকা পড়েছিল একটি ট্রাস্টের জমি, সপ্তাহখানেকের মধ্যেই সেখানে কিছু মানুষের গতিবিধি নজরে আসে এলাকাবাসীদের। হঠাৎ করে কয়েকজন এসে জমি ঘিরে ফেলছেন। ফাঁকা মাঠে খেলাধুলা করতে অভ্যস্ত পাড়ার ছেলেমেয়েদের বাধার মুখে পড়তে হচ্ছিল। সোমবার এলাকাবাসীদের তরফে এইনিয়ে রাজগঞ্জের ভূমি রাজস্ব আধিকারিকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হল। এলাকাবাসীদের দাবি, যেহেতু সেটা ট্রাস্টের জমি তাই সেখানে ব্যক্তিগত স্বার্থে কোনও কাজ না করে যদি সমাজের জন্য কাজে লাগানো হয় তবে তাতে এলাকারই ভালো। রাজগঞ্জের বেলাকোবা স্টেশন কলোনি এলাকার ঘটনা।
স্থানীয়রা জানালেন, এলাকার ২ দশমিক ৩৯ একর জমি পল্লী মঙ্গল সমিতির নামে রয়েছে। ফাঁকা জায়গা হিসেবে দীর্ঘ ২৫ বছর ধরে অভ্যস্ত এলাকাবাসীরা। হঠাৎ করে সেখানে কিছু লোকজনের গতিবিধি নজরে আসে। ফাঁকা জায়গা ঘিরে ফেলা হয়। অবস্থা বেগতিক বুঝে স্থানীয় প্রশাসনের নজরেও আনেন এলাকাবাসীরা। তবে তাদের অভিযোগ এই ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ বা পরক্ষ মদদ রয়েছে। শেষমেশ এলাকার বাসিন্দারা গনস্বাক্ষর করে রাজগঞ্জের ভূমি রাজস্ব আধিকারিকের কাছে জমা দিলেন। তারা এও জানালেন, যদি ওই জমি কোনও খারাপ কাজে লাগানো হয় তবে এলাকার মানুষ বড় আন্দোলনের পথে হাঁটবেন। ভূমি রাজস্ব আধিকারিক এই বিষয়ে খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।