জলপাইগুড়ি: রাস্তা পার হবে বলে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল মা ও ছেলে। বেপরোয়াভাবে সেই বাইকে ধাক্কা মারল একটি সরকারি বাস। পরিস্থিতি বেগতিক বুঝে যাত্রীদের ফেলেই পালিয়ে গেল সরকারি বাসের চালক। আহত মা ছেলেকে ভর্তি করা হল হাসপাতালে। বেলাকোবা অঞ্চলের তালমা শেওড়াতলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।
সোমবার সকালে তালমার ওই মোড়ে হাইরোড পার হবার জন্য রাস্তার পাশে বাইক নিয়ে অপেক্ষা করছিলেন যুবক ও তাঁর মা। সেইসময় আচমকাই শিলিগুড়ির দিক থেকে একটি সরকারি বাস এসে ধাক্কা মারে তাঁদের। ভয়ে যাত্রী ফেলেই পালিয়ে যান বাসের চালক। বাসে থাকা যাত্রীদের অভিযোগ, দ্রুত গতিতে বাইকে ধাক্কা মারে ঘাতক বাসটি। ঘটনার খবর পেয়ে সেখানে ট্রাফিক পুলিশ পৌছায়। আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাইকে থাকা যুবক ও মহিলা এলাকারই বাসিন্দা বলে খবর।