Belakoba: গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত

বেলাকোবা: ঘাতক গাড়ির চালক এখনও কেন অধরা? প্রভাবশালী বলেই কি তাকে গ্রেপ্তার করা হচ্ছে না! এমনই অভিযোগে দুর্ঘটনায় মৃতের পরিবার বুধবার মাঝরাতে পুলিশ ফাঁড়ির সামনে এসে পুলিশ এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গলা চড়ালেন। তাদের দাবি, অভিযুক্ত একজন প্রভাবশালী ব্যক্তি। তাই অভিযুক্তের বিরুদ্ধে নিষ্ক্রিয় ভূমিকায় প্রশাসন।

বেলাকোবার ওই ঘটনার সূত্রপাত চার দিন আগে। সাইকেল চালিয়ে হাটে যাওয়ার সময় ওই ব্যক্তিকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার অভিযোগ এলাকারই এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

বিক্ষোভকারী পরিবার জানিয়েছে, টিকিট বিক্রি করে সংসার চালাতেন নিতাই ঘোষ। তাকে ধাক্কা মারে এলাকার এক রেশন ডিলার রাজা চন্দের গাড়ি। ঘটনার চারদিন কেটে গেলেও অভিযুক্তকে গ্রেফতারই করেনি পুলিশ। নেপথ্যে প্রভাবশালী তকমা! এমনই অভিযোগে বুধবার মধ্যরাতে টায়ার জ্বালিয়ে পুলিশ ফাঁড়ির সামনে ক্ষোভ দেখান মৃতের পরিবার। তিনটা পর্যন্ত চলে বিক্ষোভ।

বিক্ষোভের জেরে বৃহস্পতিবার সকাল সকাল অভিযুক্ত রাজা চন্দকে গ্রেফতার করে জলপাইগুড়ি আদালতে পাঠাল পুলিশ।

About The Author