রবিবার ভোরে বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে দু’টি মালগাড়ির সংঘর্ষ ঘটল। লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে পিছন দিক থেকে এসে সজোরে ধাক্কা মেরেছে অন্য একটি মালগাড়ি। একটির ইঞ্জিন উঠে পড়ে অন্যটির উপর। ঘুমিয়ে পড়েছিলেন মালগাড়ির চালক, সিগন্যাল দেখতে না পাওয়ায় দুর্ঘটনা, এমনটাই জানালেন ডিআরএম।
স্টেশনের লুপ লাইনে বিষ্ণুপুরের দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাওয়া অন্য একটি মালগাড়ি সেই লাইনে ঢুকে পড়ে। দাঁড়িয়ে থাকা মালগাড়িতে সজোরে ধাক্কা মারে। গতি বেশি থাকায় মালগাড়িটির ইঞ্জিন অপরটির উপরে উঠে পড়ে। দুমড়ে-মুচড়ে যায় একাধিক বগি। এই দুর্ঘটনার ফলে দুই মালগাড়ির মোট ১৩টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে।