রাজা রামমোহন রায়ের ২৫০তম জন্মবার্ষিকীতে বাঙালিদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক

রাজা রামমোহন রায়ের ২৫০তম জন্মবার্ষিকী উজ্জাপন করল ‘বঙ্গ যোদ্ধা সংগঠন’। বাঙালিদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়া হল অনুষ্ঠানের মাধ্যমে। রবিবার বিকেলে রাজগঞ্জের শ্রী সংঘ ফুটবল মাঠে ‘বঙ্গ যোদ্ধা সংগঠনের’ পক্ষ থেকে এই উজ্জাপন কর্মসূচি পালিত হয়। রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে পুষ্প-অর্ঘ্য দিয়ে সম্মান জানান সংগঠনের আহ্বায়ক অভিষেক সেনগুপ্ত, সংগঠনের তরফে স্থানীয় পরিচালক সদস্য বিপ্লব মোহাম্মদ সহ বাকি সদস্যেরা।

এই অনুষ্ঠান থেকে বাঙালিদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়া হয়। স্বল্পদৈর্ঘ্যের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের আহ্বায়ক অভিষেক সেনগুপ্ত বলেন, বঙ্গ যোদ্ধা সংগঠনের তরফ থেকে বাঙ্গালিদের এক হওয়ার প্রচেষ্টা চলছে। রবিবার বিকেলে রাজগঞ্জ শ্রী সংঘ ক্লাবের মাঠে সংগঠনের সদস্যেরা মিলিত হয়ে এই কর্মসূচি পালন করেন। পাশাপাশি এদিন শিলিগুড়ির ১২নং ওয়ার্ডে রাজা রামমোহন রায়ের মূর্তির পাদদেশে উজ্জাপন কর্মসূচি পালন করেন তারা। সেখানে ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর।

About The Author