আমেরিকায় একটি কন্টেইনার বোঝাই জাহাজের ধাক্কায় গোটা সেতু ভেঙ্গে পড়েছে। ওই জাহাজে ছিলেন ২২ জন ভারতীয় ক্রু। এই খবর সামনে আসতেই ভারতীয়দের ভুল ভেবে দোষারোপ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় চলছে অহেতুক আলোচনা। বিতর্ক ঠেকাতে মাঠে নামতে হল খোদ প্রেসিডেন্ট বাইডেন এবং সেখানকার মেয়রকে। তাঁরা জাহাজে থাকা ভারতীয় কর্মীদের প্রশংসাই করেছেন। ভারতীয় কর্মীদের জন্যই বিরাট ক্ষয়ক্ষতি ঠেকানো গেছে।
জেনে নেওয়া যাক পুরো ঘটনা; মঙ্গলবার ভোরে আমেরিকার বাল্টিমোর শহরের ফ্রান্সিস স্কট সেতুতে কন্টেনার বোঝাই জাহাজের ধাক্কায় দুই টুকরো হয়ে যায় বিরাট সেতুটি। জলে পড়ে যায় সেতুতে থাকা গাড়ি। এমনকি ৬ জনের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। জানা গিয়েছে, যে জাহাজটি ধাক্কা মেরেছে বাল্টিমোর ব্রিজে, তাতে সমস্ত ক্রু সদস্যই ভারতীয়। দুর্ঘটনায় তারা অবশ্য কেউই আহত হননি। তবে এই ঘটনার জন্য তাঁদেরই দায়ী করা হচ্ছে। যদিও জাহাজের দুই চালক মার্কিন মুলুকেরই বাসিন্দা। মেরিল্যান্ডের মেয়রও ওই জাহাজকে দোষারোপ না করে, বরং ভারতীয় ক্রু-দের হিরো বলে অ্যাখ্যা দিয়েছেন।
জানা গিয়েছে, ব্রিজে সংঘর্ষ হতে চলেছে তা জেনে আগে থেকেই সতর্কবার্তা পাঠানো হয়েছিল। সেই অনুযায়ী, ব্রিজে নতুন করে আর গাড়ি উঠতে দেওয়া হয়নি, যে কারণে ক্ষয়ক্ষতি সামান্য হয়েছে। যদি জাহাজটি আগে না জানাত, তবে বহু মানুষের প্রাণহানি হতে পারত। ভারতীয় ক্রুৃ-দের এই বুদ্ধমত্তার জন্যই মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর তাঁদের হিরো অ্যাখ্য়া দেন।
ডালি নামক ৯৪৮ ফুট উচ্চতার ওই কন্টেনার ভেসেলটি শ্রীলঙ্কার কলম্বো বন্দরে আসছিল। রয়টার্স মারফত পাওয়া খবর অনুযায়ী, ব্রিজ ভেঙে কমপক্ষে ২০ জন নদীতে পড়ে গিয়েছিলেন। নদী থেকে দুইজনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন অক্ষত থাকলেও, আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা সঙ্কটজনক। অন্যদিকে, ব্রিজে সারাইয়ের কাজ করছিলেন, এমন ছয়জনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।