নয়াদিল্লি: বাবা কা ধাবার অসহায় বৃদ্ধ দম্পত্তির দুঃখের গল্প শুনিয়ে টাকা তোলার অভিযোগ উঠল ইউটিউবারের বিরুদ্ধে। এই বিস্ফোরক অভিযোগ করলেন বাবা কা ধাবা খ্যাত বৃদ্ধ নিজেই। তাঁর অভিযোগ অবশ্যই ইউটিউবার গৌরব ওয়াসানের বিরুদ্ধে যিনি লকডাউনে তাদের অচলাবস্থার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কিছুদিন আগেই বাবা কা ধাবা বিখ্যাত ৮০ বছরের কান্তা প্রসাদ এবং তাঁর স্ত্রী বাদামি দেবীর জীবন সংগ্রামের কথা তুলে ধরেছিলেন গৌরব। এরপর থেকেই কান্তা প্রসাদের জীবন পাল্টে যায়। দোকানের বাইরে লেগে যায় ভিড় নতুন করে তার ব্যবসা লাভের মুখ দেখে। এখন সেই গৌরবের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন, বৃদ্ধ দম্পতির দুঃখের কথা দেখিয়ে টাকা তোলার অভিযোগে। নেট জগতের একাংশের মন্তব্য, যার জন্য বৃদ্ধ দম্পতি সমস্যার সমাধান হলো তারই বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন কান্তা প্রসাদ। তবে কি ব্যবসায় লাভের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে তাদের মনোভাবও পাল্টে গেল?