রামনবমীর মিছিলে ইট-পাথর ছুঁড়ল দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি মুর্শিদাবাদের শক্তিপুরে। দুই পক্ষের সংঘর্ষে বোমাবাজিও হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত। বুধবার রামনবমী উপলক্ষে সেখানে একটি শোভাযাত্রা বের করা হয়। পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সামনেই দুষ্কৃতীরা হঠাৎই ইট-পাথর ছুঁড়তে শুরু করে।
স্থানীয় সূত্রে খবর, মিছিলের আগে-পড়ে পর্যাপ্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী থাকলেও দুষ্কৃতীরা ঢিল পাথর ছোঁড়া থেকে বিরত হয়নি। এরপর পুলিশ লাঠি চালিয়ে দু’পক্ষকে সরানোর চেষ্টা করলে হঠাৎই এলাকাতে ব্যাপক বোমাবাজি শুরু হয়। পুলিশকে লক্ষ্য করেও বেশ কয়েকটি বোমা ছোঁড়া হয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ। দুষ্কৃতীদের হামলায় প্রচুর গ্রামবাসী আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা যথেষ্ট গুরুতর। আহতদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলার অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু চড়িয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারী একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতেই এমন কাণ্ড ঘটেছে। গতবারের মত এবারও রামভক্তদের সুরক্ষা দিতে ব্যর্থ রাজ্য পুলিশ। পুলিশের সামনেই ঢিল ছুঁড়েছে দুষ্কৃতীরা।