সান্তা ফে: একটি ভারতীয় রেস্তোরাঁয় হামলা চালাল একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে নিউ মেক্সিকোর সান্টা ফে শহরে। পাশাপাশি রেস্তোরাঁর দেওয়ালে লেখা হয়েছে হিংসাত্মক বার্তাও। জানা গিয়েছে, রেস্তোরাঁর মালিক একজন শিখ ব্যবসায়ী। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ লক্ষ মার্কিন ডলার। কে বা কারা ভাঙচুর চালিয়েছে, তা এখনও জানা যায়নি।
ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ এবং এফবিআইয়ের একটি দল। ওই রেস্তুরায় একটি দেবীমূর্তির পাশাপাশি কম্পিউটার এবং খাবার তৈরীর যন্ত্রপাতি ভেঙে ফেলা হয়েছে। রেস্তোরাঁর মালিক একজন শিখ হওয়ায় এটা কোন সাম্প্রদায়িক ঘটনা কিনা তা নিয়েও উদ্বিগ্ন প্রশাসন।
এর আগে, শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় বিরোধ প্রদর্শন করেছেন আমেরিকার বহু মানুষ। ফ্লয়েডের মৃত্যুর ঘটনা সামনে আসার পরই প্রতিবাদে উত্তপ্ত হয়েছে মার্কিন মুলুক।