জ্বর-কাশি নিয়ে আইসোলেশনে দিল্লির মুখ্যমন্ত্রী, করা হবে করোনা পরীক্ষা

নয়াদিল্লি:   জ্বরে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ সঙ্গে রয়েছে কাশি ও গলা ব্যথা৷ যার ফলে তড়িঘড়ি নিজেকে আইসোলেট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ মঙ্গলবারই তাঁর করোনা পরীক্ষাও করা হবে বলে জানা গিয়েছে৷

রবিবার বিকেল থেকে অরবিন্দ কেজরিওয়াল তাঁর সমস্ত বৈঠক বাতিল করে দেন বলে জানা গিয়েছে।

রবিবার সন্ধ্যায় একটি অনলাইন মিডিয়া ব্রিফিংয়ের করেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরিওয়াল ঘোষণা করেন, দিল্লিতে রাজ্য সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে শুধুমাত্র দিল্লির বাসিন্দাদের করোনা চিকিৎসা করা হবে৷ শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি হাসপাতালগুলিতে দিল্লির বাইরের বাসিন্দাদের চিকিৎসা হবে৷ দিল্লি সরকারের বিশেষজ্ঞ কমিটির পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দিল্লির মুখ্যমন্ত্রী৷ যদিও বিরোধীরা সরকারের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়৷ অরবিন্দ কেজরিওয়াল অবশ্য দাবি করেন, দিল্লির বাসিন্দাদের মধ্যে সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার৷

দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ২৮,৯৩৬। মৃত্যু হয়েছে ৮১১ জনের।

About The Author