FIFA World cup: সেমিফাইনালে আর্জেন্টিনা! টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারাল মেসিরা

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচেও রুদ্ধশ্বাস পরিস্থিতি। প্রথমে আর্জেন্টিনা এগোল ২ গোলে। শেষ দিকে ২ গোল শোধ করল নেদারল্যান্ডস। খেলা গিয়ে গড়াল অতিরিক্ত সময়ে। সেখানেও গোল না হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারে ম্যাচের ফয়সালা করতে হল। নেদারল্যান্ডসকে ৪-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে গেলেন মেসিরা।

প্রথমটায় দেখে মনে হচ্ছিল, বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। কিন্তু নেদারল্যান্ডসও দমবার পাত্র ছিল না। ম্যাচের প্রথম থেকেই দু’দলই আক্রমণ-প্রতি আক্রমণে খেলতে থাকে। ৯ মিনিটে আক্রমণে যায় নেদারল্যান্ড। তবে লাভ হয়নি। ম্যাচের ১০ মিনিটে আক্রমণে ওঠে আর্জেন্টিনা। তবে আকুনার বাড়ানো বলে পা ছোঁয়াতে পারেনি কেউ। ম্যাচের ১৩ মিনিটে ডি পলের বাড়ানো বল আটকে দেন নেদারল্যান্ডের গোলরক্ষক অ্যান্ড্র নোপার্ট।

১৬ মিনিটে আক্রমণে উঠলেও গোল পাওয়া হয়নি ডাচদের। ম্যাচের ২৪ মিনিটে গোলের সহজ সুযোগ পায় নেদারল্যান্ড। বক্সের ভেতর থেকে ডিপাইয়ের নেওয়া শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ২৯ মিনিটে ক্রস বাড়ান গ্যাকপো। তবে তা ক্লিয়ার করে দেন আর্জেন্টিনার ডিফেন্ডাররা। ম্যাচের ৩৫ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় আর্জেন্টিনা। মেসির নিশ্চিত পাস থেকে গোল করেন নাহুয়েল মলিনা। লিড পেয়ে আরও তেড়েফুড়ে ওঠে মেসির দল।

ম্যাচের ৪০ মিনিটে বক্সের ভেতর থেকে শট করেন মেসি। তবে তা আটকে দেন অ্যান্ড্র নোপার্ট। ম্যাচের ৪৩ মিনিটে নেদারল্যান্ড ফ্রি কিক পেলেও তা কাজে লাগাতে পারেনি। বিরতিতে ১ গোলে এগিয়ে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ৭১ মিনিটে বক্সের ভেতর আকুনাকে ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই পেনাল্টি থেকে গোল করে মেসি। ম্যাচে ২-০ তে এগিয়ে যায় আর্জেন্টিনা।

৮২ মিনিটে প্রথম গোল করে নেদারল্যান্ড। ডানদিক থেকে সতীর্থের ক্রস থেকে স্কোরলাইন ২-১ করে ফেলেন ওউট ওয়েঘোর্স্ট। ম্যাচের অতিরিক্ত ১০ মিনিট সময়ে ফ্রি কিক থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ওউট ওয়েঘোর্স্ট। স্কোরলাইন ২-২ হতেই ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। এই সময় কোন দলই আর গোল করতে পারেনি। ফলে টাইব্রেকারে পৌঁছয় ম্যাচ। টাইব্রেকারে টানটান উত্তেজনার শেষে নেদারল্যান্ডকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করে আর্জেন্টিনা।

About The Author