করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন

মুম্বইঃ করোনায় আক্রান্ত হলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। তিনি নিজেই একথা কিছু সময় আগেই ট্যুইট করে জানিয়েছেন। এই মুহুর্তে তিনি মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন বলেই খবর। অমিতাভ বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি শনিবার রাত ১১টা নাগাদ নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বিগ বি। টুইটার ও ফেসবুকে তিনি লিখেছেন, ‘এদিন সন্ধ্যায় আমার করোনা সংক্রমণ ধরা পড়েছে। নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের বাকি সদস্যদেরও লালার নমুনা পরীক্ষা করা হয়েছে। সেগুলির রেজাল্ট আসা বাকি। এছাড়া গত ১০ দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের  লালার নমুনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।’

https://twitter.com/SrBachchan/status/1282002456063295490

About The Author