এবার অনলাইনেও বিক্রি করা হচ্ছে মৃতদেহ মোড়ার ব্যাগ, বিক্রি বাড়াতে দেওয়া হয়েছে লোভনীয় ডিসকাউন্টের সুবিধা। এদেশে এখন মৃতদেহ মোড়ার ব্যাগও বিক্রি হচ্ছে অনলাইনে। নামজাদা ই-কমার্স সংস্থা অ্যামাজনে বিক্রি হচ্ছে সেগুলি। ভারতে সেই ব্যাগের উপরে ৩৭ শতাংশ ছাড়ও দিচ্ছে এই সংস্থা।
অ্যামাজনে বলা হয়েছে, লম্বায় ৭৮ ইঞ্চি এবং চওড়ায় ৩৭ ইঞ্চি ওয়াটারপ্রুফ ‘ডেড বডি কভার’ ব্যাগের আসল দাম ১ হাজার ২৫০ টাকা। ৩৭ শতাংশ ছাড় দিয়ে সেটা পাওয়া যাবে ৭৯০ টাকায়। বাঁচবে ৪৬০ টাকা। এছাড়াও শর্ত সাপেক্ষে কুপন থেকে ক্রেডিট কার্ড ব্যবহার বা ইএমআই-এর সুবিধার কথাও বলা হয়েছে। এই ব্যাগে মৃতের মুখ যাতে দেখতে পাওয়া যায় তার ব্যবস্থাও রয়েছে বলে সংস্থা জানিয়েছে। এক সপ্তাহের মধ্যে বিনা খরচে বাড়িতে ডেলিভারি করা হবে বলেও জানানো হয়েছে।
অ্যামাজনের সাইটে এর বিজ্ঞাপনের স্ক্রিনশট ও লিঙ্ক ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। করোনা আবহেই এই বিজ্ঞাপন কি না তা নিয়ে প্রশ্নও তুলছেন অনেকে। তবে অ্যামাজন ইন্ডিয়া এই ব্যাগ করোনা রোগীদের বহনের জন্য বলেও উল্লেখ করেনি। যদিও এটা ঠিক যে করোনা পরিস্থিতির কারণেই এই ধরনের ব্যাগের চাহিদা বেড়েছে।