Rajganj: ‘প্রশাসনকে চাপ দেওয়া হয়েছে, দুষ্কৃতীদের খুঁজে বের করবে পুলিশ’

রাজগঞ্জের তৃণমূল নেতা সলেমন মহম্মদের খুনের ঘটনায় অভিযুক্ত একজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে এখনও সম্পূর্ণ ঘটনা সামনে আসেনি। এই ঘটনায় কারা জড়িত, সেই রাতে কে গুলি করল সলেমন মহম্মদকে? সব জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে তৃণমূলের কিষাণ খেত মজদুর সংগঠনের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কো-মেন্টর অহিদার রহমান বলেন, ‘প্রশাসনকে চাপ দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের খুঁজে বের করবে পুলিশ, আশা করছি।’

মৃত নেতা সম্পর্কে তিনি আরও বলেন, প্রয়াত সলেমান মহম্মদ অঞ্চল সংগঠনের একজন বরিষ্ঠ নেতা ছিলেন, তাঁর মৃত্যু অঞ্চল সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি। গতকাল একজনকে গ্রেপ্তারির প্রসঙ্গে তিনি বলেন, ‘একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরও খুঁজে বের করবে রাজ্যের পুলিশ, এই আশা করছি।’ ‘ব্লক তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য শাখা সংগঠনের তরফে পুলিশকে চাপ দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি ঘটনা সামনে আসবে।’ শুক্রবার রাজগঞ্জের বন্ধুনগরে দলীয় সংগঠনের তরফে আয়োজিত একটি পথসভায় সাংবাদিকের প্রশ্নে একথা জানান তিনি।

এদিন, রাজগঞ্জের বন্ধুনগর বাজারে রাজগঞ্জ কিষান ক্ষেত মজদুর কমিটির তরফে পথ সভা আয়োজিত হয়। সেখানে, কেন্দ্রীয় কৃষি বিল বিরোধী কৃষক আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, তাদের শহিদ হিসেবে সম্মান জানিয়ে এবং কৃষি আইন প্রত্যাহারে জয়ের আনন্দে তৃনমুল কংগ্রেসের সারা ভারত কিষাণ ক্ষেত মজদুরের তরফে রাজগঞ্জের বন্ধুনগরে একটি পথ সভার আয়োজন করা হল। শুক্রবার বিকেলে এই সভায় ছিলেন সংগঠনের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কো-মেন্টর অহিদার রহমান, মাইনরিটি জেলা ওয়ার্কিং প্রেসিডেন্ট মোতাহার হোসেন, মাঝিয়ালি অঞ্চল সভাপতি তথা উপপ্রধান হেমন্ত রায়, জেলা কিষাণ কমিটির সদস্য আব্দুল বাসেদ সহ স্থানীয় ব্লক নেতৃত্ব।

About The Author