চাঁদের পর এবার সূর্য মুখে রওনা হচ্ছে ইসরো। আগামী ২ সেপ্টেম্বর রকেটে চেপে সূর্য মুখে পারি দেবে আদিত্য L1। যেতে হবে ১৫ লক্ষ কিলোমিটার দূরে। এই যাত্রায় খরচ হচ্ছে প্রায় ৬৭৮ কোটি টাকা। প্রায় ১৮০ দিনের যাত্রা শেষে সূর্যের মুখে পৌঁছানোর কথা।
ইতিমধ্যে সেটিকে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে বসানো হয়ে গিয়েছে। এখন শুধু রওনা দেওয়ার অপেক্ষা। চন্দ্রযান-৩-এর সাফল্যের সঙ্গে সঙ্গেই বড় ঘোষণা করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রস্তুতি নিয়েই রেখেছিলেন ইসরোর বিজ্ঞানীরা।
PSLV-C57/Aditya-L1 Mission:
The preparations for the launch are progressing.The Launch Rehearsal – Vehicle Internal Checks are completed.
Images and Media Registration Link https://t.co/V44U6X2L76 #AdityaL1 pic.twitter.com/jRqdo9E6oM
— ISRO (@isro) August 30, 2023
আবহাওয়া অনুকূল থাকলে আগামী ২ সেপ্টেম্বর অর্থাৎ আগামী শনিবারই রওনা হচ্ছে আদিত্য এল ওয়ান। এল ওয়ান অর্থাৎ এল বা ল্যাগরেজ ওয়ান কক্ষপথে স্থাপন করা হবে এই স্যাটেলাইটটিকে। সূর্যকে পর্যবেক্ষণ করাই হবে এই মিশনের মূল উদ্দেশ্য। সৌরঝড় এবং সূর্যের অন্যান্য রহস্য জানতে সাহায্য করবে এই অভিযান।
সূর্যের করোনা, সৌর নির্গমন এই সব তথ্য জোগাড় করবে পাশাপাশি, সূর্যের বায়ুমণ্ডল ও চৌম্বক ক্ষেত্র সম্পর্কে তথ্য দেবে বিজ্ঞানীদের। সূর্যের বাইরের দিকের তাপমাত্রা প্রায় ১ কোটি কেলভিন নীচের দিকের স্তরের তাপমাত্রা সেই তুলনায় কম। প্রায় ৬০০০ কেলভিন ছিটকে আসা আগুনের ফুলকি পৃথিবীর বায়ুমণ্ডলে কীভাবে প্রভাব ফেলে তা আদিত্য-এল ১ খুঁজে বের করবে। এমনটাই জানাচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা।