করোনা আক্রান্তদের পাশে দেব! নিজের রেস্তরাঁ থেকে দিচ্ছেন বিনামূল্যে খাবার

করোনা পরিস্থিতিতে নিজের রেস্তরাঁ থেকে বিনামূল্যে খাবার দিচ্ছেন টলি অভিনেতা দেব। সোমবার টুইট করে এই উদ্যোগের কথা জানিয়েছেন অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী। করোনা আক্রান্তদের জন্য বিনামূল্যে এই পরিষেবা দেবেন অভিনেতা।

টুইটারে দেব লিখেছেন, ‘আমাদের টিম টলি টেলস এবং সর্দারনি পরমজিৎ কউর মেডিকেল ট্রাস্টের তরফে আজ থেকে করোনা আক্রান্তদের জন্য বিনামূল্যে খাবার দেওয়া হচ্ছে। আজ আমরা ৫০টি মিল বিতরণ করছি। আগামী দিনে চাহিদা অনুযায়ী এর পরিমাণ আরও বাড়ানো হবে। আপনারা প্রয়োজন হলেই টলি টেলসের এই পরিষেবা নিতে পারেন। দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত রেস্টুরেন্ট টলি টেলস-এর খাবার বিতরণের কেন্দ্র থেকে খাবার নেওয়া যাবে।’

করোনা আক্রান্তদের জরুরী পরিষেবা দিতে আংশিক লকডাউনেও দেবের রেস্টুরেন্ট খোলা থাকবে। স্বভাবতই, অভিনেতার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

About The Author