আংশিক লকডাউনে নির্ধারিত সময়ের পরও প্রশাসনের নজর এড়িয়ে বেলাকোবার বেশকিছু জায়গায় দোকান খোলা থাকতে দেখা গেল। পুলিশের নজর এড়িয়ে কেউ দোকানের ঝাঁপ নামিয়ে অথবা দোকানের সামনে পলিথিন ঢাকা দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। যদিও পুলিশের দাবি এলাকায় নজরদারি চালানো হচ্ছে নিয়মিত ভাবে। এই বিষয়ে এলাকার বিধায়ক খগেশ্বর রায় জানান, বর্তমানে ইদের জন্য কিছু কিছু দোকান নির্ধারিত সময়ের বেশি সময় খোলা রাখা হচ্ছে। বর্তমানে ইদের বাজার চলছে তাই এখনই সেরকম কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে তবে ইদ চলে গেলেই সংস্লিস্ট ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের উদ্যোগে বেলাকোবার বিভিন্ন এলাকা স্যানিটাইজ করা হল। গতকালই বিধায়কের বাড়ির কাছেই কিছু পিপিই কিট পড়ে থাকতে দেখা গিয়েছিল। ওই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের তরফে সেই পিপিই কিট সংগ্রহ করে পুড়িয়ে ফেলা হয়। বৃহস্পতিবার ফারাবাড়ি হেল্প সোসাইটির সহযোগিতায় বিধায়কের বাড়ি, করোনা আক্রান্তের বাড়ি ছাড়াও বেলাকোবা বাজার স্যানিটাইজ করা হয়।