রাজগঞ্জ: স্কুলে চাকরি দেওয়ার নাম করে প্রায় ১৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জের আমবাড়ি এলাকায়। অভিযোগকারী ব্যক্তির দাবি, তিনি সম্পত্তি বিক্রি করে টাকা দিয়েছিলেন চাকরির জন্য। তারমতই আরও কয়েকজনের থেকেও চাকরি করিয়ে দেওয়ার নামে ওই শিক্ষক টাকা নিয়েছেন বলে দাবি।
প্রতারিত ব্যক্তি বাপ্পা মালাকার কোচবিহার জেলার মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা। তার অভিযোগ রাজগঞ্জের আমবাড়ি চিন্তা মোহন হাইস্কুলের বাংলা শিক্ষক আপার প্রাইমারিতে তাকে চাকরি করিয়ে দেবে বলে তিন বছর আগে প্রায় ১৭ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু পড়ে চাকরির ব্যবস্থা তো করেনইনি, উল্টে ব্যক্তিকে চিনতেও অস্বীকার করেন। পড়ে টাকা ফেরত চাইতে গেলে তিনি ফেরত দেবেন না বলে হুশিয়ারি দেন। এই নিয়ে ওই স্কুলে গেলেও শিক্ষককে পাওয়া যায়নি বলে অভিযোগ। এরপর রাজগঞ্জে এসে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত শিক্ষককে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আমবাড়ি ফাঁড়ির পুলিশ জানিয়েছে, ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্কুল শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে। জানা গিয়েছে অভিযুক্ত শিক্ষকের বাড়ি কোচবিহার জেলার শীতলকুচি এলাকায়। চাকরি সূত্রে রাজগঞ্জের আমবাড়ি চিন্তা মোহন হাই স্কুলের বাংলার শিক্ষক। এই ঘটনায় নিন্দা জানিয়েছেন এলাকাযর মানুষ। যদিও অন্যায় করলে শাস্তি হওয়া প্রয়োজন বলেই মনে করছে স্কুলের বাকি শিক্ষকেরা।