রাজ্যে একদিনেই বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ২৬ জনের। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। বজ্রপাতের জেরে এখনও পর্যন্ত মুর্শিদাবাদের ৯ জন, দুই মেদিনীপুরের ৪ জন, হুগলির ১১ জন এবং বাঁকুড়ার ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে খবর। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রাঘাতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।
— Narendra Modi (@narendramodi) June 7, 2021
প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়েছে, বজ্রাঘাতে মৃতের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এদিকে, নবনিযুক্ত তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বুধবার ও বৃহস্পতিবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন। সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।