১০২ কেজি! অতিকায় শরীর নিয়েই ধাওয়া করে ৪ ডাকাত ধরলেন এএসআই

পুলিশের সম্মান বাঁচাতে অতিকায় শরীর নিয়ে ডাকাত ধরতে ছুট লাগিয়েছিলেন ১০২ কেজি ওজনের এই পুলিশ অফিসার। তাঁর জং ধরা রিভলভারের ছোড়া গুলিতে ঘায়েল হয়ে ধরা দিল ডাকাত দল। উদ্ধার হয়েছে বহুমুল্য গয়না এবং নগদ লক্ষাধিক টাকা। রানাঘাটে দিনেদুপুরে সোনার দোকানে ডাকাতির পর পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সেই ভিডিও প্রকাশ্যে। সেই ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য। ইতিমধ্যেই চার ডাকাতকে ধরেছে পুলিশ। তাঁদের থেকে বাইক, নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। জানা গেল, বিহার থেকে এসে এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে এই পরিকল্পনা হয়েছিল।

অতিকায় ওই পুলিশ অফিসার হলেন রানাঘাট থানার এএসআই রতন রায়। জানা যায়, বিকেলে রানাঘাটের গয়নার শোরুমে একদল ডাকাত ঢুকে পড়ে। খবর পেয়ে গাড়ির চালক-সহ চারজন লাঠিধারী পুলিশ নিয়েই তিনি ছুটে যান সেখানে। পুলিশ দেখে তাঁদের দিকে পর পর তিন রাউন্ড গুলি ছোড়ে ডাকাতদলের ছোকড়ারা। কোমর থেকে পুরনো রিভলভার বার করে ডাকাতদলকে জবাব দেন তিনি। দুটি গুলিতে জখম হয় ডাকাতদলের দুই সদস্য। গ্রেপ্তার হয় চারজনই।

About The Author