জম্মু ও কাশ্মীরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম ৩

অনন্তনাগ: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের খুলছহার এলাকায় সেনা ও জঙ্গির মুখোমুখি সংঘর্ষে তিন জঙ্গির মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, জঙ্গিদের এখনও শনাক্ত করা যায়নি। এলাকায় আরও জঙ্গি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এখনও তল্লাশি চলছে।

গত শুক্রবারই জম্মু ও কাশ্মীরের ত্রাল এলাকায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তীব্র গুলিবিনিময়ে মৃত্যু হয় ৩ জঙ্গির। পুলিশের কাছ থেকে চেওয়া উল্লার গ্রামে সন্ত্রাসীদের উপস্থিতির খবর মিলতেই অভিযান শুরু করে সুরক্ষা বাহিনী। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় এনকাউন্টার। চলে শুক্রবার সকাল পর্যন্ত। পুলিশের সূত্রে খবর, তিন সন্ত্রাসবাদীর পাশাপাশি জখম হন ২ জওয়ানও। আধিকারিকরা জানান, মৃত জঙ্গিরা স্থানীয় যুবক।

About The Author