বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার বলি ২ বন্ধু

রাজগঞ্জ: বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। রাজগঞ্জের পানিকাউরি অঞ্চলের আরিপাড়া গ্রামের ২ যুবক, মনোজিত রায় এবং সন্দীপ মুণ্ডা সোমবার ভোরে বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন বলে খবর। বৃষ্টি ভেজা রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। তবে রাত ভোরে ঠিক কি কারণে এই দুর্ঘটনা, সেটা এখনও স্পষ্ট নয়। পুলিশের অনুমান, ক্যানাল মোড়ে বাঁক থাকায় দুর্ঘটনার কবলে পড়েছে বাইকটি।

সোমবার সকালে শিকারপুর অঞ্চলের বেলাকোবা ফুলাতিপাড়া রাজ্য সড়কের পাশে ক্যানেলের জলে ওই দুই যুবকের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। তাদের পাশেই পড়েছিল বাইকটিl খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। দেহ উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলাকোবা পুলিশ ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষ জানান, এদিন সকাল ৮টা নাগাদ তাঁরা খবর পান। মৃত দুজনের বাড়ি আরিপাড়া গ্রামে। মৃত ২ যুবক বেলাকোবা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। দেহ দুটি উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

About The Author