Rajganj: অবৈধ মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার ২, বাজেয়াপ্ত বিপুল পরিমাণ মদ, গাড়ি

বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে মদ সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে আমবাড়ি ফাঁড়ির পুলিশ। উদ্ধার হয়েছে গাড়ি এবং বেশকিছু দেশি-বিদেশি মদ। ধৃতদের নাম হল মনমোহন মন্ডল (২৪) ও চন্দন সরকার (২৪)।

পুলিশ সূত্রে খবর, আমবাড়ির গোকুলভিটা এলাকায় বেশ কিছুদিন থেকে একটি দোকানে অবৈধভাবে মদ বিক্রি করছিলেন। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে মদ সহ একজনকে গ্রেপ্তার করা হয়। চার চাকা মারুতি গাড়িও বাজেয়াপ্ত করা হয়। অন্যদিকে সেদিন রাতেই অভিযান চালিয়ে ফারাবাড়ি থেকে অপর একজনকে গ্রেপ্তার করা হয়। রবিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

এদিকে, শনিবার রাতে শিলিগুড়ি জলপাইগুড়ি ৩১ডি জাতীয় সড়কে বন্ধুনগর এলাকায় একটি ট্রাক থেকে ১৪ হাজার ৪০০ বোতল কফ সিরাপ উদ্ধার করল পুলিশ। ঘটনায় ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম জগদীশ সিং (৪৯ )।

পুলিশ সূত্রে খবর, গোপনসূত্রে খবর পেয়ে রাজগঞ্জের আমবাড়ি ফাঁড়ির পুলিশ এবং স্পেশাল টাস্কফোর্স রাতে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় বন্ধুনগর এলাকায় একটি ট্রাককে দাঁড় করিয়ে তল্লাশি চালায়। ট্রাক থেকে উদ্ধার হয় ১৪ হাজার ৪০০ বোতল কাফ সিরাপ। ওই কফ সিরাপের বাজারমূল্য প্রায় ২১ লক্ষ টাকা। ওই ঘটনায় চালককে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ট্রাকটিতে প্রায় ৭ লক্ষ টাকার সাইকেলের যন্ত্রাংশ ছিল। সবশুদ্ধ ট্রাকটিকে বাজেয়াপ্ত করে পুলিশ। রবিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ।

About The Author