দুই-চার নয়, একেবারে দেড় হাজার কচ্ছপ উদ্ধার রায়গঞ্জে

রায়গঞ্জ: বিপুল সংখ্যক কচ্ছপ উদ্ধার হল রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে। আলু ও পেয়াঁজের বস্তায় করে গোপনে এই কচ্ছপ নিয়ে যাওয়া হচ্ছিল। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকার জাতীয় সড়কের উপর থেকে একটি পিকআপ ভ্যান থেকে বিলুপ্তপ্রায় প্রজাতির প্রায় দেড় হাজার কচ্ছপ উদ্ধার করল বনদপ্তর। ঘটনায় মোট ৪ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একটি মারুতি গাড়ি ও একটি পিকআপ ভ্যানও আটক করা হয়েছে। ধৃতদের নাম যুগল বর্মন, রাকেশ কুমার, তপন সরকার, বিজয় সরকার। এদের চারজনের মধ্যে দু’জনের বাড়ি গঙ্গারামপুর ও বাকি দু’জনের বাড়ি উত্তরপ্রদেশে। বনদপ্তর গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার মধ্যরাতে রায়গঞ্জের বনদপ্তর বিভাগ ও উত্তর দিনাজপুর জেলা পিপল ফর অ্যানিমেলস-এর সদস্যেরা ম্যারাথন অভিযান চালায়। অভিযান চালিয়ে ওই পিকআপ ভ্যান থেকে দেড় হাজার কচ্ছপ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, পাচার হওয়া কচ্ছপগুলি উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। কচ্ছপগুলিকে আলুর্সিয়াজ বস্তার নিচে লুকিয়ে পাচার করার চেষ্টা হচ্ছিল বলে জানা গিয়েছে।

About The Author