রাজগঞ্জ: রাজগঞ্জের সন্ন্যাসীকাটায় বাইক ও ছোট গাড়ির সংঘর্ষের ঘটনায় মৃত্যু হল ১ জনের। মৃত যুবকের নাম সঞ্জয় মালাকার(২৮)। বুধবার ভোরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে খবর, সোমবার দুর্ঘটনার পর শিলিগুড়ির একটি নার্সিংহোমে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয় সঞ্জয়কে। পায়ে এবং মাথায় গুরুতর চোট লেগেছিল। অবস্থা বুঝে নার্সিংহোমের তরফ থেকে অন্যত্র রেফারের কথা বলা হয়। শেষমেষ কোনও উপায় না দেখে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে সঞ্জয়ের পরিবার। তবে সেখানে গিয়েও শেষ রক্ষা হয়নি। বুধবার ভোররাতে মৃত্যু হয় যুবকের। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় বাইক ও ছোট গাড়ির সংঘর্ষে গুরুতর জখম হয়েছিলেন সঞ্জয় সহ তার পরিবারের অন্য ২ সদস্য। বাকিরাও হাসপাতালে চিকিৎসাধীন। সঞ্জয় মালাকার(২৮), সুমিত্রা মালাকার(২৭), প্রদীপ মালাকার(২৪) এরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য এবং সন্ন্যাসীকাটা অঞ্চলের বক্সিপাড়ার বাসিন্দা। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যার দিকে একটি বাইক ও একটি অল্টো গাড়ি পাশাপাশি দ্রুত গতিতে রাজগঞ্জ থেকে গাডরার দিকে যাচ্ছিল। হঠাৎ করে ডান দিকে মোড় নিতে গিয়েই পেছন থেকে অল্টো গাড়িটি সজোরে বাইকে ধাক্কা মারে৷ বাইক থেকে চালক সহ ২ আরোহী রাস্তায় ছিটকে পরে। অন্যদিকে অল্টোগাড়িটি রাস্তার ফুটপাত ড্রেনে পরে যায়। ঘাতক গাড়িটিকে ঘটনাস্থলে ফেলে চালক সহ গাড়িতে থাকা সকলেই পালিয়ে যায়৷ স্থানীয়রা এসে জখম ব্যাক্তিদের তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। দূর্ঘটনার খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসেন৷ সম্পূর্ণ ঘটনায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।