নেপাল সীমান্তে গরু পাচারের অভিযোগে গ্রেপ্তার ১

শিলিগুড়ি: নেপাল থেকে ভারতে গরু নিয়ে আসার সময় গরু পাচারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল এস‌এসবির জওয়ানেরা। নকশালবাড়ির ভারত-নেপাল সীমান্তের মেচী নদী সংলগ্ন এলাকায় ৩টি গরু সমেত ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গিয়েছে, নেপাল থেকে ভারতে গরু নিয়ে আসার সময় এস‌এসবির ৮ নম্বর ব্যাটালিয়ানের জ‌ওয়ানরা ওই যুবককে গ্রেফতার করেছে। এরপর ধৃতকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। ধৃতের নাম পৈকাশ কুজুর। ধৃত মানঝা চা বাগান এলাকার বাসিন্দা। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

 

ফুলবাড়ির খবর : বাইকের ধাক্কায় জখম হল এক কিশোরী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ব্যাটলিয়ন মোড় এলাকায়।আহত কিশোরীর নাম পূজা সরকার।

সকালে সাইকেলে করে ব্যাটলিয়ন মোড়ে রাস্তা পার হচ্ছিল পূজা। সেইসময় জটিয়াকালীর দিক থেকে আশা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলে ধাক্কা মারে। ঘটনায় জখম হয় পূজা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

About The Author