স্কুল খোলার দাবি নিয়ে সাইকেল যাত্রা শিক্ষকের, প্যাডেল ঠেলে দক্ষিণ থেকে পাহাড়ে

স্কুল খোলার দাবি নিয়ে সাগর থেকে পাহাড়ের উদ্দেশ্যে সাইকেল যাত্রা শুরু করেছেন এক শিক্ষক। সরকারের কাছে এভাবেই আবেদন জানাচ্ছেন, যাতে অবিলম্বে শিক্ষা প্রতিস্থান খুলে দেওয়া হয়।

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বেগমপুর কলোনির বাসিন্দা পেশায় বেসরকারি স্কুলের শিক্ষক পাপ্পু রায়। জানুয়ারি মাসের ২০ তারিখ গঙ্গাসাগরে স্নান করে দার্জিলিং-এর উদ্দেশ্যে সাইকেল নিয়ে বেড়িয়ে পড়েন তিনি। সঙ্গে রয়েছে অল্প কিছু জামাকাপড়, শীতের কাপড় এবং খাবার। সারাদিন সাইকেল চালিয়ে রাতটা হোটেলে বা তাবুতে কাটিয়ে আবার বেরিয়ে পড়া। রাস্তায় অনেকেই সহযোগিতা করেছেন বলে জানান পাপ্পু। এভাবেই ৭ দিন কাটিয়ে শুক্রবার এসে পৌঁছলেন মালদায়।

আগামী ৭ দিনের মধ্যেই দার্জিলিংয়ে পৌঁছাবেন বলে আশা করছেন পাপ্পুবাবু। আগামী ৭ দিনের মধ্যে দার্জিলিঙের বিভিন্ন জায়গা ছাড়াও কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি প্রভৃতি জেলার প্রত্যন্ত এলাকায় সাইকেল চালিয়ে পৌঁছানোর ইচ্ছে রয়েছে তাঁর। এর মধ্যেই যদি স্কুল না খুলে তাহলে পুনরায় সাইকেলে করেই উত্তর থেকে দক্ষিনে পাড়ি দেবেন তিনি।

About The Author