‘সুপ্রিম ধাক্কা’ রাজ্যের! আসানসোল কাণ্ডে শুভেন্দুকে গ্রেপ্তার করা যাবেনা

আসানসোল কাণ্ডে শুভেন্দুকে গ্রেপ্তার করতে চেয়েছিল রাজ্য সরকার। তবে, তাঁর সপক্ষে হাইকোর্টের তরফে মামলা না করার রক্ষাকবচ থাকায় তা সম্ভব হল না রাজ্যের। সুপ্রিম কোর্টেও রক্ষাকবচ তুলে নেওয়ার প্রস্তাব নিয়ে শুনানি হল না। তাই আপাতত স্বস্তিতেই শুভেন্দু।

আসানসোলে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রচণ্ড ভিড়ের জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। জখম হয়েছেন অন্তত ৭ জন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের তরফে জানানো হয়েছে, অনুমতি না থাকার পরেও সভা করেন শুভেন্দু। তাই তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য।

তবে শুভেন্দুকে গ্রেপ্তার করার দাবি গৃহীত হল না উচ্চ আদালতেও। তাই তাঁকে আপাতত গ্রেফতার করা যাবে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের ক্ষেত্রে যে রক্ষাকবচ কলকাতা হাইকোর্ট দিয়েছে তাইই বহাল থাকল।

শুভেন্দু অধিকারীকে নিয়ে বিচারপতি রাজাশেখর মান্থের নির্দেশ ছিল, আদালতের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করা যাবে না। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে সমস্ত এফআইআর তুলে নেওয়ার নির্দেশ জানানো হয়েছিল। সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সূত্রের খবর, সুপ্রিম কোর্ট এদিন মামলা শোনেনি। এমনকি রাজ্য সরকারকে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথাই বলা হয়েছে।

About The Author