কলকাতা: ২৭ বছরের মির্চি যাত্রার ইতি টেনে দিলেন মীর! যাকে ছাড়া ‘সানডে সাসপেন্স’ ভাবতেই পারেন না শ্রোতারা। সেই তিনিই মির্চি থেকে বিদায় নিচ্ছেন, একথা কিছুতেই মানতে পারছেন না অনুরাগীরা। তবে এটাই সত্যি! রেডিও মিরচির ‘সানডে সাসপেন্স’-এ আর শোনা যাবে না মিরের গলা! সে কথা নিজেই জানিয়েছেন ‘সকালম্যান’ অর্থাৎ মীর। শুক্রবার সকলকে চমকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় সেই খবর দিয়েছেন মীর আফসার আলি। যদিও তিনি এও উল্লেখ করেছেন, রেডিও মির্চি থেকে বিদায় নিলেও, তিনি রেডিও ছাড়ছেন না। তবে তাঁর এই খবরে হতাশ অনুরাগীরা।
১৯৯৪ সালে ৬ অগাস্ট টাইমস এফএমে নিজের যাত্রাপথ শুরু করেছিলেন মীর আফসার আলি। তখন আকাশবাণীর মাধ্যমেই টাইমস এফএম নিজেদের অনুষ্ঠান সম্প্রচার করত। টাইমস এফএম পরে রেডিও মির্চি নামে আত্মপ্রকাশ করে। সেখান থেকেই পরিচিতি পান মীর। এরপর ক্রমশ ‘সকালম্যান’ হয়ে ওঠা, ‘মীরাক্কেল’ রিয়ালিটি শো-এর পরিচালনা, ‘সানডে সাসপেন্স’-এ তাঁর কণ্ঠে মানুষ ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠেছিল। দীর্ঘ ২৭ বছরের তাঁর রেডিওর কর্মজীবন। একেবারেই কি ইতি টানলেন মীর? যদিও তিনি লিখেছেন, রেডিও ছাড়ছেন না। আবার সোশ্যাল মিডিয়ার পোস্টে রহস্যও জিইয়ে রাখলেন তিনি।
View this post on Instagram