সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের ‘নৈতিক হার’ হয়েছে: মমতা

সাগরদিঘি উপনির্বাচনে জয়ী হয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ২২ হাজার ৯৮০ ভোটে পরাজিত করেছে।

বৃহস্পতিবার বিকেলে নবান্নে সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একটি আসনে জয় পেয়ে কংগ্রেসের ক্ষমতা দেখানোর নৈতিক অধিকার নেই। বামেদের সঙ্গে নিয়ে এই জয় কংগ্রেসের ‘নৈতিক হার’।

মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ২২ হাজার ৯৮০ ভোটে হারিয়ে দিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। রাজ্য বিধানসভায় অবশেষে কংগ্রেসের একজন বিধায়ক ঢুকছেন। বাইরন বিধায়ক হলেন। অর্থাৎ রাজ্য বিধানসভায় তাঁকে নিয়েই একটি আসন কংগ্রেসের জন্য বরাদ্দ হল। এইব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাইরন বলেন, ১ দিয়ে শুরু হল আগামীতে ১০০-ও হবে।

তৃণমূলের তিন বারের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা মারা যাওয়ায় উপনির্বাচন হল সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে। তৃণমূলের তরফে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। পদ্মশিবিরের প্রার্থী ছিলেন দিলীপ সাহা। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ৩টি বিধানসভা নির্বাচনে এই আসনে জোড়াফুল ফুটেছিল। তবে এ বার জয় ছিনিয়ে নিল বাম-কংগ্রেস জোটের প্রার্থী বাইরন বিশ্বাস।

About The Author