নয়াদিল্লি: ত্রিপুরা, নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনে প্রত্যাবর্তন। গত বিধানসভা নির্বাচনের মতোই ত্রিপুরাতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে শাসকদল বিজেপি। নাগাল্যান্ডে গত বিধানসভা ভোটের পর জোট সরকার গড়েছিল স্থানীয় দল এনডিপিপি এবং বিজেপি। এবারও দুই দলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পেরিয়ে গিয়েছে।
মেঘালয়ে গত কয়েকটি বিধানসভা নির্বাচনের ধারা অব্যাহত রেখে এবছর আবার তৈরি হয়েছে ত্রিশঙ্কু পরিস্থিতি। তিন রাজ্যেই ভাল ফল করেছে বিজেপি। বৃহস্পতিবার দলের সদর দপ্তরে গিয়ে কর্মীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘জনতাকে প্রণাম। উত্তর-পূর্বের নাগরিকদের সম্মান জানাই। তাদের দেশপ্রেমের প্রশংসা করি। ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ পাশাপাশি বিরোধীদের প্রতি কটাক্ষ ছুঁড়ে তিনি বলেন, এখন মোদীর কবর খোঁড়ার চেষ্টা চলছে। আর যেখানেই সুযোগ আসছে সেখানেই কমল ফুটছে। কিছু কট্টর লোক বলছে, ‘মর যা মোদী, দেশ বলছে মত যা মোদী’।