কৃষক ঘরের মেয়ে হাইমাদ্রাসা পরীক্ষায় তাকলাগানো রেজাল্ট। আবেগে ভাসল গোটা পাড়ার মানুষ।
রাজগঞ্জের সুখানি ভোলাপাড়া হাইমাদ্রাসার ছাত্রী আফরোজা পারভিন মাধ্যমিক সমতুল হাইমাদ্রাসা পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়েছে। ৮০০-র মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৭৪৩। কৃষক পরিবারের মেয়ের এমন সাফল্যে দারুণ খুশি পরিবার আত্মীয়রা। এমনকি গ্রামের লোকেরাও মেয়ের রেজাল্ট দেখতে বাড়িতে ভিড় করছেন। অঙ্কে ৯৯, জীবন বিজ্ঞানে ৯৮। যদিও আফরোজার দাবি, নম্বর আরও বাড়বে। আরও ভালো রেজাল্টের আশা করেছিল সে। আগামীতে গ্রামের অসহায় মানুষের চিকিৎসা করতে ওই কৃতি ছাত্রী হতে চায় ডাক্তার।
আফরোজার বাবা আলিউল ইসলাম বলেন, কৃষিকাজ করে সংসার চলে। পরিবারে আরও ২ মেয়ে রয়েছে, তাঁদেরও লেখা পড়া চলছে। কৃষিকাজ করে সংসারের খরচ মেটাতেই হিমসিম খেতে হচ্ছে। বাড়িতে আবাস যোজনা প্রকল্পের পাকা ঘর রয়েছে বলে জানালেন আলিউল বাবু। মেয়ের পড়াশুনার জন্য ইশ্বরের ওপরই ভরসা রেখেছেন তিনি। আফরোজার মা বলছেন, মেয়ে রাজ্যের মধ্যে কিছু হতে চেয়েছিল। তবে আমরা তাঁর সাফল্যে যথেষ্ট খুশি।