ট্রাফিক আইন ভেঙ্গে হাইরোডে ছুটছে বেপরোয়া লরি, অভিযানে আটক

রাজগঞ্জ: ট্রাফিক আইন ভেঙ্গে হাইরোডে দাপিয়ে বেড়াচ্ছে বেশকিছু লরি এবং পিকআপ ভ্যান। গাড়ির নাম্বার প্লেট ঢেকে রেখে ছুটছে গতিতে। গাড়ি সাজানোর আঁছিলায় কোথাও আবার মডিফিকেশন করে নাম্বার ঢেকে রাখা হয়েছে।

এভাবেই প্রতিনিয়ত ছুটছে জাতীয় সড়ক ধরে। ফলে কখনো কোথাও লরি বা পিকআপের ধাক্কায় কেউ দুর্ঘটনার সম্মুখীন হলে ঘাতক গাড়ির পরিচয় চট করে ধরে ফেলার উপায় নেই। সিসিটিভিতেও উঠবে না নম্বর প্লেট। আর এভাবেই পালিয়ে বেঁচে যায় বেপরোয়া গাড়িগুলি।

শুক্রবার শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুর মোড়ে এমনই বেশ কিছু গাড়ি আটকাতে অভিযান শুরু হল। যেগুলির নাম্বার প্লেট অল্প অথবা পুরোপুরি ঢাকা রয়েছে তাদের দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করলেন ট্রাফিক পুলিশের কর্তারা। সেই সঙ্গে বেশ কিছু গাড়ির চালককে জরিমানাও করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, দুদিন আগে ফাটাপুকুর মোড়ে একটি স্কুল বাসের ধাক্কায় এক বাইক চালকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু পুলকার এবং স্কুলবাসও আটক করা হল এদিন।

About The Author