চাকরি দেওয়ার নাম করে ৫০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তৃণমূলের যুবনেতার বিরুদ্ধে। নদীয়ার রানাঘাট পুলিশ জেলার এসপি এবং রানাঘাট কোর্টে অভিযোগ দায়ের করার পর ১১ দিন কেটে গেলেও কোনও ব্যবস্থা করছে না পুলিশ।
মালদা হায়দারপুরের বাসিন্দা শামসুদ্দিন রহমান জানান, খবরের কাগজে কেন্দ্র সরকারের কৃষি বিকাশ শিল্প দপ্তরে ভ্যাকেন্সি রয়েছে বলে বিজ্ঞাপন দেওয়া হয়। শামসুর বাবুর অভিযোগ, রানাঘাটের অফিসে যোগাযোগ করলে সেখানে ছিলেন কৃষি বিকাশ শিল্পের ভুয়া চেয়ারপারসন শুভাশিস নাগ ও তৃণমূলের নদীয়া জেলার প্রাক্তন যুবনেতা বর্তমানে তৃণমূলের কো-অর্ডিনেটর আস্তিক দাস। বড় বড় নেতা মন্ত্রীর নাম ভাঙিয়ে ও কেন্দ্রের নানা লেটার প্যাড, সরকারি অশোক স্তম্ভ দেখিয়ে বিশ্বাস অর্জন করে ভুয়া চাকরিদাতারা।
প্রায় ১৬ জনের কাছ থেকে এ পর্যন্ত ৫০ লক্ষ টাকা চাকরির নাম করে প্রতারণা করেছে়। অভিযোগকারী শামসুদ্দিন রহমান নিজে চাকরির জন্য টাকা দিয়েছেন তো বটেই আরো অনেক ক্যান্ডিডেট জোগাড় করে দিয়েছে। পাঁচ বছর কেটে গেলে চাকরি না পেয়ে টাকা চাইতে গিয়ে প্রাণনাশের হুমকি মেলে। অসহায় শামসুর বাবু রানাঘাট আদালতের দ্বারস্থ এবং রানাঘাট পুলিশ ডিস্ট্রিক নদিয়া জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের।
অভিযোগকারীর আইনজীবী মৃণাল কান্তি বিশ্বাস জানিয়েছেন রানাঘাট থানায জানালে গুরুত্ব না দেয়ায রানাঘাট এসিজেএম আদালতে মামলা হলে এ সিজিএম সমস্ত নথি দেখে রানাঘাট আইসি থানাতে তদন্তের ভার দেয়য়।তিনটি ধারায় আদালতে মামলা রুজু হয়েছে 406, 409, 420/34 409 ধারার সেশন টায়াল এর বিচার স্পেশাল কোর্টে হবে।
রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিজেপির বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী জানিয়েছেন এটা তৃণমূলের কালচার। শুভাশিস নাগ এর আগেও চাকরি দেয়ার নাম করে প্রতারণা করে গন্ডগোলের জড়িয়েছে। বিষয়টির বিচার এবং দোষীদের শাস্তির দাবি করেন। রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রঞ্জিত পাল জানিয়েছেন এর সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই। মমতা ব্যানার্জির সরকার প্রতিষ্ঠ আছে। বিষয়টি তদন্ত করে টাকা ফেরত ও দোষীদের শাস্তির দাবি অনুরোধ প্রশাসনের কাছে।
অপরদিকে অভিযুক্ত তৃণমূলের যুব নেতা আস্তিক দাস বিষয়টি অস্বীকার করে জানিয়েছেন প্রশাসনের তরফ থেকে অফিশিয়ালি আমার কিছু জানানো হয়নি আমি রাজনৈতিক শিকার। আরাক অভিযুক্ত শুভাশিস নাগ পলাতক বাড়িতে গেলে তার স্ত্রী জানায় সমাস আগে বাড়ি থেকে বেরিয়েছে।