এযেন ‘মিনি টর্নেডো’, এই ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকা। উড়ে গিয়েছে গাছপালি, ঘর-বাড়ি। এখনও মারা গিয়েছেন চার জন। আহত বহু। মিনিট ১৫-র কালবৈশাখী ঝড়ে পরিস্থিতি পাল্টে গেছে জলপাইগুড়ির। রাতেই আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ভিডিও দেখে আবহাওয়া দপ্তর বলছে এযেন মিনি টর্নেডো।
২০১৫ সালে রাজগঞ্জ ব্লকে প্রথমবারের জন্য ফেসবুক পেজের মাধ্যমে খবর প্রকাশিত হল। এলাকায় ডিজিটাল মাধ্যমে খবর প্রচারের সেই শুরু। প্রথমে এই উদ্যোগের নাম রাখা হল, রিজিওনাল নিউজ অন ফেসবুক। পরে তা একটু পরিবর্তন করে রিজিওনাল নিউজ ফিড অর্থাৎ RNF নাম রাখা হল। রাজগঞ্জ ব্লকে সামাজিক মাধ্যমে তথা ডিজিটাল মাধ্যমে খবর প্রচারের কাজ শুরু হল দেবজিৎ সরকারের হাত ধরেই।
২০১৫ সালে রাজগঞ্জ ব্লকে প্রথমবারের জন্য ফেসবুক পেজের মাধ্যমে খবর প্রকাশিত হল। এলাকায় ডিজিটাল মাধ্যমে খবর প্রচারের সেই শুরু। প্রথমে এই উদ্যোগের নাম রাখা হল, রিজিওনাল নিউজ অন ফেসবুক। পরে তা একটু পরিবর্তন করে রিজিওনাল নিউজ ফিড অর্থাৎ RNF নাম রাখা হল। রাজগঞ্জ ব্লকে সামাজিক মাধ্যমে তথা ডিজিটাল মাধ্যমে খবর প্রচারের কাজ শুরু হল দেবজিৎ সরকারের হাত ধরেই।